Inbox থেকে পাওয়া
লিখেছেন লিখেছেন নান্দিনী ০৮ মার্চ, ২০১৬, ০১:৩৫:১২ রাত
আপু,
একদিন দেখবা তোমার জন্মদিন,কিন্তু তিমি ভুলে যাবে....
সেদিন তোমার অনেক কিছু থাকবে । তুমি ভুলে গেলেও কেউ একজন ঠিকই মনে রাখবে তোমার জন্মদিনের কথা ।
সে যখন বলবে তোমায় "শুভ জন্মদিন"
তুমি হঠাত্ একটা ঘুরের মধ্যে পরে যাবা,তুমি জিজ্ঞেস করবা "আজ কতো তারিখ ?"
সেদিন তোমার চোখে এক বিন্দু অশ্রু কণা জমা হবে,কিন্তু তুমি তা আড়াল করে ফেলবে । শুধু হাসবে........
আমার কথা হঠাত্ মনে পরে যাবে সেদিন । খুব বিরক্ত লাগবে,ছোট্ট করে বলবা "ধ্যাত্".......
আমি অনেক দূরে থেকেও বুঝতে পারবো আমার কথা মনে করেছো...
সেদিন ই একটা কবিতা লিখবো জমানো কথাগুলা দিয়ে,সে কবিতা যুগ যুগ ধরে পড়বে সবাই,কবিতার মাধ্যমে তোমাকে মনে রাখবে "বনলতা সেন" এর মতো...
.
.
ইতি
........
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন